দরবারে গাউসুল আযম মাইজভাণ্ডারী গাউসিয়া হক মন্জিলের সাজ্জাদানশীন, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের ম্যানেজিং ট্রাস্টি, সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.জি.আ.) এক বিবৃতিতে ফ্রান্সে বিশ্বের সর্বকালের শ্রেষ্ঠতম মানব হযরত মুহাম্মদ (দ.)-এর ব্যঙ্গচিত্র অঙ্কন এবং ‘মত প্রকাশের স্বাধীনতার নামে’ এর প্রতি বর্তমান ফরাসি প্রেসিডেন্টের সমর্থনকে ‘সাংস্কৃতিক বিকারগ্রস্ততার লজ্জাজনক দৃষ্টান্ত’ বলে উল্লেখ করে বলেন, ফ্রান্সের অভ্যন্তরীণ অর্থনৈতিক মন্দা, জাতীয় আয়ের সূচকে পতন এবং আসন্ন নির্বাচনে ডানপন্থী বর্ণবাদী প্রতিদ্বন্দ্বীর কাছে হারের আশংকায় বেসামাল প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ ফরাসী বিপ্লবের উজ্জ্বল পৃষ্ঠায় কালো আঁচড় বসিয়েছেন এবং শান্তি ও সহাবস্থানের পথে কণ্টক বিস্তার করছেন, যা নিতান্তই অবাঞ্ছিত।
তিনি দুঃখ করে বলেন, পশ্চিমা বিশ্বে অস্তিত্ব সংকটে জর্জরিত একটা বিকৃত বুদ্ধিজীবী শ্রেণী তাদের রুজি-রোজগারের পথ হিসেবে ইসলাম ও ইসলামের মহান নবী হযরত মুহাম্মদ (দ.)কে নিয়ে অত্যন্ত নীচ ও ঘৃণ্য কুৎসাকে ব্যবসায় ও উপার্জনের পথ হিসেবে অবলম্বন করতে কুণ্ঠিত হয় না। তিনি বলেন, রাজনৈতিক ফায়দা লাভের সহজ পন্থা হিসেবে পাশ্চাত্যের কোনো কোনো দেশের এক শ্রেণির রাজনীতিবিদকে এ ধরনের নোংরা পথ অবলম্বন করতে দেখা যায়, যা ঘৃণ্য বর্ণবাদ ও অসহিষ্ণু সামপ্রদায়িকতাকে উস্কে দেয়। আন্তর্জাতিক রাজনীতি থেকে এসব অবাঞ্ছিত মানসিকতাকে বিসর্জন দেয়ার আহ্বান জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।