মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর মাত্র একদিন। এই নির্বাচনে দ্বিতীয়বারের মতো অংশ নিতে যাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের জো বাইডেন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে নানা কথা প্রচার করে ভোটারদের আকৃষ্ট করতে মরিয়া হয়ে উঠেছেন। এবারের নির্বাচনে ট্রাম্পকে ভোট না দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বাইডেন। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ট্রাম্প গত চার বছরে দেশ ও দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন। তিনি আমেরিকানদের ব্যর্থতার জন্য দায়ী।
মিশিগানের ডেট্রয়েটে নির্বাচনী সমাবেশে বাইডেন বলেন, যে প্রেসিডেন্ট জাতির মধ্যে বিভেদ তৈরি করেছেন, জাতিকে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন এবং দেশে ঘৃণা ছড়িয়েছেন, তিন দিনের মধ্যেই আমরা তার সমাপ্তি ঘটাতে পারি।
তিনি বলেন, তিনি এই নির্বাচনে বেশ আশাবাদী, আমেরিকানরা ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য এবার ভোট দেবেন। লাখ লাখ আমেরিকান এর মধ্যেই ভোট দিয়েছেন। আরও কয়েক লাখ মানুষ সামনের দিনগুলোতে ভোট দেবেন।
তিনি বলেন, আপনাদের জন্য আমার একটি সহজ বার্তা হচ্ছে, এ দেশের শক্তি পরিবর্তনের ক্ষমতা আপনাদের হাতে। ডোনাল্ড ট্রাম্প কীভাবে চেষ্টা করেছেন সে বিষয়ে আমি মাথা ঘামাই না। এ দেশের জনগণকে ভোট দেওয়া থেকে কেউ বিরত রাখতে পারবে না।
সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ট্রাম্পকে কটাক্ষ করে বলেন, এখন ট্রাম্পের সময় শেষ। তার ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরে যাওয়ার সময় এসেছে। বিশৃক্সখলা, টুইট, ক্ষোভ, ঘৃণা, ব্যর্থতা, দায়িত্বহীনতায় আমরা অতিষ্ঠ হয়ে উঠেছি।
তিনি বলেন, আমাদের অনেক কাজ করার আছে। আমি যদি আপনাদের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হই তবে আমরা এসব কাজ করব। আমরা কোভিড-১৯ ভাইরাসকে নিয়ন্ত্রণে কাজ করে যাব।
তিনি আরও বলেন, আপনারা কি বিশ্বাস করবেন, আমাদের একজন প্রেসিডেন্ট আছেন যিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের হাতের পুতুল? আফগানিস্তানে কর্মরত মার্কিন সৈন্যদের ওপর নজর রেখেছিলেন পুতিন। অথচ তাকে চ্যালেঞ্জ করার সাহস পাননি ট্রাম্প। তিনি মোটেও শক্তিশালী নন। তিনি খুবই দুর্বল। আন্তর্জাতিক মঞ্চে ট্রাম্পের নির্দেশনার কোনো সম্মান নেই বলেও উল্লেখ করেন বাইডেন।