বাঁশখালীর দক্ষিণ সাধনপুর এলাকার ট্রান্সপোর্ট ব্যবসায়ী যুবলীগ কর্মী জহির উদ্দিন হত্যা মামলার আসামিদের জেল হাজতে প্রেরণ করেছেন বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। গতকাল ১ নভেম্বর দুপুরে স্থায়ী জামিনের জন্য আদালতে হাজির হলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। চলতি বছরের ১২ মে সকালে বাড়ির সামনেই নির্মম ছুরিকাঘাতে হত্যা করা হয় ট্রান্সপোর্ট ব্যবসায়ী ও যুবলীগ কর্মী জহিরুল হককে। এ ঘটনায় তার স্ত্রী নুর আয়েশা প্রকাশ ডলি বাদী হয়ে ঘটনার সাথে সংশ্লিষ্ট ২৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আসামিরা আত্মগোপনে গিয়ে পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিনে এসে মামলার বাদী ও পরিবারের অপরাপর সদস্যদের হুমকি ধমকি দিতে থাকে। এরই মধ্যে জামিনের মেয়াদ শেষ হলে গতকাল বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলার আসামি নেজাম প্রকাশ আবুইল্যা, নুর উল্লাহ, নুরুল আমিন, রাশেদ হোসেন আনাস, নুরুল মোস্তফা, রহিম, জাফর আহমদ, ইয়াছিন, মহিউদ্দীন, জাফরুল ইসলামসহ ১০ আসামি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
মামলার বাদী ডলি বলেন, ‘আমার স্বামীকে হত্যার পর থেকে ছেলেমেয়েদের নিয়ে কষ্টে দিনাতিপাত করছি। তার উপর হত্যাকারী ও মামলার আসামিদের প্রতিনিয়ত হুমকি ধমকিও মানসিক কষ্ট বাড়িয়ে দিচ্ছে। জানিনা এই জুলুমবাজদের প্রকৃত শাস্তি চোখে দেখে যেতে পারবো কিনা।’