বৃহত্তর খাতুনগঞ্জ লোডিং আনলোডিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও পরিচয়পত্র প্রদান অনুষ্ঠান ইউনিয়নের সভাপতি ইব্রাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেমের পরিচালনায় গত শুক্রবার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক ফরিদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন ৩৫নং বকশিরহাট ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী নুরুল হক, কোতোয়ালি থানা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, নগর যুবলীগ সদস্য নেছার আহমেদ, শেখ নাছির আহমেদ। প্রধান বক্তা ছিলেন মহানগর শ্রমিকলীগ নেতা আবুল হোসেন আবু।
এসময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন এস এম আববাস উদ্দীন, তাপস দাশ, এস. এম. নাসির উদ্দীন, মো. জিয়াউল হক লিটন, মো. এনাম রাজ, টিটু চৌধুরী, মিঠুন দাশ, মো. বাবুল মিয়া, সিরাজুল ইসলাম, মো. অলি, মো. ছালাম, মো. আলা উদ্দিন, মো. শাহাআলম, মো. নসু মিয়া, মো. জাকির মিয়া, মো. আবু তাহের, মো. মনির মিয়া, কাঞ্চন মিয়া, মো. ফিরোজ প্রমুখ। সভায় প্রধান অতিথি ফরিদ মাহমুদ বলেন, এ সরকার শ্রমিকের অধিকার সুরক্ষায় বদ্ধপরিকর। দেশের পোশাক তৈরী শিল্প এবং প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিটেন্সে বর্তমানে দেশের রিজার্ভ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্রেস বিজ্ঞপ্তি।