বিশ্বব্যাপী ফ্রান্সের পণ্য বয়কট ও বিক্ষোভ চলছে। সেই ধারবাহিকতায় এবার ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানালেন দেশীয় সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। শুক্রবার এক ফেসবুক স্ট্যাটাসে এই অভিনেত্রী লেখেন, ‘আমি ফরাসি ব্র্যান্ডের কার্টিয়ে ঘড়িটি ফেলে দিচ্ছি।’ এরপর হ্যাশট্যাগের মাধ্যমে ফরাসি পণ্য বর্জনের ডাক দিয়েছেন নায়িকা। তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন হাজার হাজার ফলোয়ার। খবর বাংলানিউজের।
নুসরাত ফারিয়া বর্তমানে ব্যস্ত আছেন ‘পাতালঘর’ নামের একটি সিনেমার শুটিং নিয়ে। পাশাপাশি ৭ নভেম্বর থেকে ওয়েব ফিল্ম ‘যদি… কিন্তু… তবুও’র শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে তার। নুসরাত ফারিয়া সম্প্রতি আলোচনায় আসেন নিজের গাওয়া দ্বিতীয় গানচিত্র প্রকাশ করে। ভারতের শ্রী ভেঙ্কটেশ ফিল্মস-এর ব্যানারে ‘আমি চাই থাকতে’ শিরোনামের গানটি ভালোই জনপ্রিয়তা পায় দুই বাংলায়। তিনি একটি অনলাইন সংবাদ সনংস্থাকে বলেন, ‘ঘড়ি আসলে ফেলে দেওয়ার বিষয়টি প্রতীকী প্রতিবাদ। ফেলে দেওয়া মানে আর ইউজ করবো না। যদি না চলমান বিতর্কের সুরাহা না হয়।’ নুসরাত ফারিয়া আরও বলেন, ‘শুধু ঘড়ি ব্যবহার না। ফ্রান্সের কোনও পণ্য আর কিনছি না।’