ষাটের দশকের প্রথম জেমস বন্ড অভিনেতা স্যার শন কনারি আর নেই। গতরাতে ঘুমের মধ্যেই বাহামাতে না ফেরার দেশে চলে যান ৯০ বছর বয়সী অত্যন্ত জনপ্রিয় এই বন্ড অভিনেতা। তিনি কিছুদিন ধরে অসুস্থ ছিলেন বলে জানান তার ছেলে জ্যাসন।
কয়েক দশক দীর্ঘ ক্যারিয়ারে অস্কারজয়ী এ অভিনেতা তিনটি গোল্ডেন গ্লোব ও দু’টি বাফটা অ্যাওয়ার্ড অর্জন করেন।
পাঁচ দশক ধরে অভিনয় জগতে থাকা এই স্কটিশ অভিনেতা ‘দ্য আনটাচেবলস’-এ আইরিশ পুলিশের চরিত্রে অভিনয়ের জন্য ১৯৮৮ সালে অস্কার লাভ করেন।
আজ শনিবার (৩১ অক্টোবর) আন্তর্জাতিক বার্তা সংস্থা বিবিসিকে শনের ছেলে জ্যাসন জানান, গতরাতে ঘুমের মধ্যেই না ফেরার দেশে চলে গেছেন কিংবদন্তি এই অভিনেতা।
প্রথম জেমস বন্ড হিসেবে তিনি চরিত্রটিতে অভিনয় করেন ১৯৭১ সাল পর্যন্ত।
কিংবদন্তি এই অভিনেতা জেমস বন্ড সিরিজের সাতটিতে অভিনয় করা ছাড়াও ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’, ‘হাইল্যান্ডার’, ‘ইন্ডিয়ানা জোনস এন্ড দ্য লাস্ট ক্রুসেড’ এবং ‘দ্য রক’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন।
বছর বিশেক আগে ইংল্যান্ডের রানির কাছ থেকে নাইট উপাধিও পান তিনি।