চন্দনাইশে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ৩১ অক্টোবর, ২০২০ at ৭:১৪ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে ওভারটেক করতে গিয়ে দ্রুতগতির কাভার্ডভ্যান চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম এটিএম জাবেদুল ইসলাম (৩১)।
আজ শনিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দোহাজারী পৌরসভাধীন পোয়া ফকির মাজার সংলগ্ন জাসিম কনভেনশন সেন্টারের সামনে চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি কাভার্ডভ্যানকে(নং-ঢাকা মেট্রো-ট-১১-৫২৫০) ওভারটেক করার চেষ্টা করে একইমুখী অপর একটি মোটরসাইকেল (নং-চট্টমেট্রো-ল-১৬-১৯৩২)।
এসময় বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী পিকআপ মোটরসাইকেলের সামনে এসে পড়ার সাথে সাথে মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের নিচে পড়ে যান। তখন মোটরসাইকেল আরোহী চট্টগ্রাম নগরীর বায়েজিত বোস্তামীস্থ অক্সিজেন পশ্চিম শহীদ নগর এলাকার এটিএম নুর হোসেনের পুত্র এটিএম জাবেদুল ইসলাম কাভার্ডভ্যানের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান। এসময় তার মাথার মগজ বেরিয়ে যায়।
খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
দুর্ঘটনার পর পর কাভার্ডভ্যানটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পেছন থেকে ধাওয়া দিয়ে উপজেলার কাঞ্চনাবাদ বাদামতল এলাকা থেকে আটক করতে সক্ষম হয় পুলিশ। এসময় পুলিশ কাভার্ডভ্যান চালক ইরান(২৮)কে আটক করা হয়। বর্তমানে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছির আরাফাত জানান, সড়ক দুর্ঘটনায় নিহত জাবেদুল ইসলামের স্বজনদের খবর দেয়া হয়েছে। তারা থানায় আসলে আলোচনা সাপেক্ষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়া থেকে অপহৃত ব্যবসায়ী বাঁশখালী উপকূলে উদ্ধার
পরবর্তী নিবন্ধবাঁশখালীর ছনুয়ায় বিয়ে বাড়িতে হামলা