সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামের মায়ের ইন্তেকাল

আজাদী অনলাইন | শুক্রবার , ৩০ অক্টোবর, ২০২০ at ৭:৪২ অপরাহ্ণ

নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামের মা মাবিয়া খাতুন (৯০) আর নেই। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল তিনটার দিকে বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও স্বজন রেখে গেছেন।
রাত ৯টায় নগরের মধ্যম মোহরার বায়তুল ইকরাম মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।-বাংলানিউজ

সূত্র জানায়, আবদুচ ছালামের একান্নবতী পরিবারে সম্প্রতি বেশ কয়েকজনের করোনা পজেটিভ শনাক্ত হলে মাবিয়া খাতুনকেও হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, ওই পরিবারের বেশ কয়েকজন সদস্যের করোনা শনাক্ত হয়েছিল। তবে মাবিয়া খাতুন করোনায় মারা গেছেন কিনা সে ব্যাপারে আমরা খোঁজ নিচ্ছি।

মাবিয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১
পরবর্তী নিবন্ধদেশে ২৪ ঘণ্টায় করোনায় ১৯ মৃত্যু, নতুন শনাক্ত ১৬০৪