ফ্রান্সের রম্য ম্যাগাজিন শার্লি এবদু তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ানের একটি ব্যঙ্গচিত্র ছাপানোর পর তুরস্কের শীর্ষ সরকারি কর্মকর্তারা এর তীব্র নিন্দা জানিয়েছেন। গতকাল বুধবার সাপ্তাহিক ম্যাগাজিনটির সর্বশেষ সংখ্যার কভারে এরদোয়ানের ওই ক্যারিকেচারটি ছাপা হয়েছে। খবর বিডিনিউজের।
তুরস্কের কর্মকর্তারা এ ব্যঙ্গচিত্রকে শার্লি এবদুর ‘সাংস্কৃতিক বর্ণবাদ ও বিদ্বেষ ছড়ানোর জঘন্য প্রচেষ্টা’ হিসেবে অভিহিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ফরাসি সাময়ীকিতে আমাদের প্রেসিডেন্টকে নিয়ে যা প্রকাশিত হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। কোনো বিশ্বাস, পবিত্রতা বা মূল্যবোধের প্রতি ওই ম্যাগাজিনের কোনো শ্রদ্ধাবোধ নেই।