জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বর্তমান সময়ের সফল কোচ আফতাব আহমেদ বরই গাছের কাঁটার আঘাতে চোখে গুরুতর চোট পেয়েছেন। বড় ধরনের ক্ষতির হাত থেকে চোখ বাঁচাতে অস্ত্রোপচার করাতে হয়েছে সাবেক এই অলরাউন্ডারকে। অস্ত্রোপচারের পর বিশ্রামে রয়েছেন আফতাব। গত মঙ্গলবার সন্তানদের নিয়ে বাড়ির ছাদে গিয়েছিলেন আফতাব। সেখানেই ছাদের লাগোয়া বরই গাছের কাঁটা বিঁধে যায় চোখে। দ্রুতই আফতাবকে নেওয়া হয় হাসপাতালে। সেখানে অস্ত্রোপচার লাগে তার চোখে। বর্তমানে বিশ্রামে রয়েছেন আফতাব। দুর্ঘটনার কথা নিশ্চিত করে তার স্ত্রী জানিয়েছেন, অন্তত সপ্তাহখানেক সময় লাগবেই সেরে উঠতে। পুনর্বাসন প্রক্রিয়া মিলিয়ে এই আঘাত সারাতে মাসখানেক সময়ও লাগতে পারে আফতাবের।