চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে দুই হাজার পিস সার্জিক্যাল মাস্ক প্রদান করেছে রোটারি ক্লাব অব চিটাগং। গতকাল বুধবার রোটারি ক্লাব অব চিটাগংয়ের প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ জিয়া উদ্দীন উক্ত মাস্কসমূহ হাসপাতালের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এস এম মোরশেদ হোসেনের নিকট হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব চিটাগংয়ের সাবেক সভাপতি ও রোটারি কর্ণফুলী জোনের চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ, রোটারী ক্লাব অব চিটাগংয়ের সাবেক সভাপতি ও হাসপাতালের ইনস্টিটিউট অব অটিজম এন্ড চাইল্ড হেলথের পরিচালক প্রফেসর মাহমুদ আহমেদ চৌধুরী আরজু, হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. জাহিদুল হাসান, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, উপ-পরিচালক (প্রশাসন) মো. মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (প্রশাসন) ডা. এ কে এম আশরাফুল করিম ও স্টোর ইনচার্জ মো. শফিউল্লাহ। প্রেস বিজ্ঞপ্তি।