ইসলামিয়া কলেজ ছাত্রলীগ নেতাকে আটকের গুঞ্জন

আগ্নেয়াস্ত্রের ছবি পোস্ট

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২০ at ১০:৩৪ পূর্বাহ্ণ

নগরীর ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ নেতা সাজিদ ইসলাম সজীব ফেসবুকে আগ্নেয়াস্ত্রের ছবি পোস্ট দেয়ার পর পুলিশ ধরে নিয়ে গেছে বলে গুঞ্জন ওঠেছে। তবে বিষয়টি অস্বীকার করেছে সদরঘাট থানা পুলিশ।
ওসি ফজলুর রহমান ফারুকি গতকাল বুধবার আজাদীকে বলেন, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। এ সময় ছাত্রলীগ নেতা সজীবকে আটকের বিষয়টি সত্য নয় বলে জানান।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দুপুরে সাজিদ ইসলাম সজীব নামে ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি রিভলবারের ছবি পোস্ট দেয়ার পর তাকে পুলিশ বাসা থেকে আটক করেছে। ওই ঘটনার কয়েক ঘণ্টা পর বেলা ২টা ৫৬ মিনিটে সজীব তার ফেসবুক টাইমলাইনে লেখেন, ‘তার ফেসবুক আইডি হ্যাক করে তাকে ফাঁসানোর চেষ্টা চলছে। মেরে ফেলার হুমকিও দিচ্ছে।’ তিনি আরো লিখেন, ‘একটু আগে বাসায় পুলিশ এসেছে।’ কারো কাছে অসৌজন্যতামূলক কোনো কিছু গিয়ে থাকলে তিনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেন।

পূর্ববর্তী নিবন্ধ২৬ টাকা কেজি দরে ধান, ৩৭ টাকায় চাল কিনবে সরকার
পরবর্তী নিবন্ধট্রাম্প-বাইডেনের বড় চ্যালেঞ্জ দুর্দশাগ্রস্ত লাখো আমেরিকান