মহেশখালীতে আশ্রয়ণ প্রকল্পের জায়গা পরিদর্শনে উপসচিব

মহেশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২০ at ১০:৩১ পূর্বাহ্ণ

মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নে দরিদ্রদের পুনর্বাসনে নির্মিত হচ্ছে আশ্রয়ণ প্রকল্প। গতকাল বুধবার বেলা ১১টায় প্রকল্পের প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেছেন উপসচিব ও প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক-৪ গুলশান আরার নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এসময় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, কালারমারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, তহসিলদার জয়নাল আবেদীন প্রমুখ। উল্লেখ্য, ঘূর্ণিঝড়, নদী ভাঙন এবং ভূমিধসের মতো জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয়ের কারণে যারা আশ্রয় হারিয়েছেন, তারাই পুনর্বাসন সুবিধা পাবেন।

পূর্ববর্তী নিবন্ধভগ্নিপতিকে খুনের মামলায় শ্যালকের মৃতুদণ্ড
পরবর্তী নিবন্ধএমপি হিসেবে শপথ নিলেন মনিরুল ও আনোয়ার