চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সরকার প্রতিবছরই অনুদান দিয়ে থাকে। চলচ্চিত্রশিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহ দিতে ১৯৭৬ থেকে সরকারি অনুদান প্রথা চালু হয়। কিন্তু সরকারি অনুদানের সিনেমার অধিকাংশই আলোর মুখ দেখছে না। অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র নয় মাসের মধ্যে নির্মাণের নিয়ম থাকলেও নির্ধারিত সময়ে বেশিরভাগ নির্মাতাই চলচ্চিত্র জমা দিতে পারেন না। এদিকে নির্ধারিত সময়ে সিনেমা মুক্তি না দেওয়ায় গত ২৫ অক্টোবর কবি ও নির্মাতা টোকন ঠাকুরকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়। অন্যদিকে সরকারি অনুদান পাওয়ার পর দীর্ঘ সময় কেটে গেলেও অনেক সিনেমা আলোর মুখ দেখেনি। অনুদানের সিনেমা নিয়ে যেন ধুম্রজাল কাটছেই না! বিভিন্ন বছর অনুদান পাওয়া যেসব সিনেমা এখনো আলোর মুখ দেখেনি তার তালিকায় রয়েছে-এনামুল করিম নির্ঝরের ‘নমুনা’, চিত্রনায়ক উজ্জ্বলের ‘উদয় তারা’, আখতারুজ্জামানের ‘সূচনা রেখার দিকে’, মারুফ হাসান আরমানের ‘নেকড়ে অরণ্য’সহ ২০টির মতো চলচ্চিত্র। করোনাভাইরাসের কারণে দীর্ঘ সাত মাসের বেশি সময় ধরে সব ধরনের শুটিং বন্ধ থাকায় ২০১৯-২০ অর্থবছরে অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর জন্য নির্ধারিত সময় শিথিল করা হবে বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়। তাছাড়া বিষয়গুলো নিয়ে তথ্য মন্ত্রণালয় কঠোর হচ্ছে। সিনেমাগুলো আলোর মুখ দেখাতে এরই মধ্যে বেশ কয়েকজনের নামে মামলাও করা হয়েছে বলে জানা যায়।