সাতকানিয়ায় মো. সেলিম নামে ১ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার এওচিয়া ইউনিয়নের পাহাড়তলী আলীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার আবদুর রহমানের পুত্র। সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, সেলিমের বিরুদ্ধে সাতকানিয়া থানার একটি মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।