ছেলেবেলা

মো. জয়নাল আবেদীন (২২,৪৩৪) | বুধবার , ২৮ অক্টোবর, ২০২০ at ১০:৩৩ পূর্বাহ্ণ

মনে পড়ে দৌড় ঝাঁপ ঐ তাল পুকুরে
ঘেমে নেয়ে একাকার ঠিক সেই দুপুরে।
সারাদিন ছুটাছুটি নেই কোনো বাধা
মন ভরে থাকে শুধু হাসা আর কাঁদা।

ভাই-বোন সকলে দল বেঁধে খেলা
এমন আমোদে কেটে যায় বেলা।
ছেলেবেলা স্মৃতি নিয়ে লিখি আজ পদ্য
পুরোনো সেই দিনগুলো হারিয়েছি সদ্য।

পূর্ববর্তী নিবন্ধরং
পরবর্তী নিবন্ধস্বাধীনতা মানে