বিশ্বমানবতার মুক্তির দূত ইসলামের শেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ (দ.)’র আগমনের মধ্য দিয়ে আরবের যত অন্ধকারাচ্ছন্নতা, বর্বরতা এবং সকল প্রকার পৈশাচিকতা ও পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে সমাজে সাম্য ও মানবতা প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি বলেন- বিশ্বশান্তি ও কল্যাণের পথই হল মহানবী (দ.)’র অনুপম শিক্ষা ও সামাজিক সংস্কারের মূল চেতনা। জগতে হিংসা-বিদ্বেষ, সন্ত্রাস, দুর্নীতি, শোষণ, বঞ্চনা, বৈষম্য ও বিভ্রান্তি দূরীভূত হয়ে মানব সমাজে শান্তি ও সংহতি প্রতিষ্ঠায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপনের মধ্য দিয়ে সর্বক্ষেত্রে মহানবী (দ.)’র জীবনাদর্শ বাস্তবায়িত হোক এটাই প্রত্যাশা।
সুলতান বায়েজীদ বোস্তামী (রহ.) দরগাহ্ ময়দানে গত ২৫ অক্টোবর আন্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের যৌথ ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে ৬ দিনব্যাপী সুন্নী সমাবেশের ৩য় দিবসে বক্তারা বলেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় মহানবীর (দ.) আদর্শের বিকল্প নেই। এতে সভাপতিত্ব করেন আল্ আমীন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসূফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট মহানগর উত্তর সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নঈমুল ইসলাম। আল্ আমীন হাশেমী দরবারের সাজ্জাদাশীন কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমীর সঞ্চালনায় এতে আলোচনায় অংশগ্রহণ করেন মুফতি মুহাম্মদ আলাউদ্দিন জিহাদী, আলহাজ্ব দৌলতুর রহমান আলকাদেরী, মুহাম্মদ শহীদুল্লাহ্ বাহাদুর, মুহাম্মদ ইউছুপ আমিনী, আলহাজ্ব সৈয়দ মুহাম্মদ হাবিবুর রহমান সর্দার, শিব্বির আহমদ ওসমানী, শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, আব্দুল হাই।
নাছিমা বেগম দাখিল মাদ্রাসা
আলহাজ্ব এসএম নাছিমা বেগম দাখিল মাদ্রাসার আয়োজনে ৫ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিল গত ২৫ অক্টোবর মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা এমএ রহিমের সভাপতিত্বে প্রধান ওয়ায়েজ ছিলেন সাতকানিয়া রসুলাবাদ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আহমদ রেজা নক্সবন্দী আলকাদেরী। তিনি বলেন, ঈদে মিলাদুন্নবী (স.) পালনে যত সহযোগিতা করবে ততই আপনার ব্যবসা-বাণিজ্যসহ সকল ক্ষেত্রে উন্নতি লাভ করবে। বিশেষ ওয়ায়েজ ছিলেন মাদ্রাসার সিনিয়র মুদাররিস মাওলানা নুর মুহাম্মদ আলকাদেরী। আনোয়ারুল আজিমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, মাওলানা এরফানুল করিম সিদ্দিকী, মোকাম্মেল হক তালুকদার, নুরুল হক মেম্বার, মাওলানা মুহাম্মদ আবু সরোয়ার, মাওলানা ফয়েজ আহমদ, হাফেজ লিয়াকত আলী প্রমুখ।
ভূজপুর জমিদারপাড়া বসুন্ধরা যুব সংগঠন
ফটিকছড়ির ভূজপুর জমিদারপাড়া বসুন্ধরা যুব সংগঠনের ব্যবস্থাপনায় গত ২৫ অক্টোবর পবিত্র জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দঃ), পবিত্র খতমে কুরআন ও আজিমুশ্শান নুরানি মাহফিল মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে মুহাম্মদ হারুনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার। সংবর্ধেয় অতিথি ছিলেন উপদেষ্টা মুহাম্মদ শামীম আশরাফ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের আজীবন দাতা সদস্য মুহাম্মদ শাহরিয়াদ ছিদ্দিকী, উপদেষ্টা ডা. মুহাম্মদ মহিউদ্দিন, মুহাম্মদ খসরু ওয়াহিদ পলাশ, মুহাম্মদ সেলিম আরমান, হালদা ভ্যালির বাবু, মুহাম্মদ নাসির উদ্দীন, আবুল হোসেন, মুহাম্মদ জসিম উদ্দিন। প্রধান অতিথি বলেন, মহানবীর (দ.) শুভাগমনে আনন্দ-খুশির প্রকাশই হচ্ছে ঈদে মিলাদুন্নবী (দ.)। মহানবীর (দ.) দুনিয়ায় শুভাগমন মানবজাতিসহ সমস্ত সৃষ্টিজগতের জন্য আল্লাহ পাকের বিশেষ অনুগ্রহস্বরূপ। তাই, আল্লাহর নিয়ামতের শুকরিয়া প্রকাশের জন্যই আমরা ঈদে মিলাদুন্নবী (দ.) উদ্যাপন করি। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুহাম্মদ মুক্তার হোসেন, মুহাম্মদ আরফাত, মুহাম্মদ নাঈম উদ্দিন, মুহাম্মদ নিয়াজুল নাঈম, মুহাম্মদ তারেক উদ্দিন, মুহাম্মদ মিশকাতুল কাদের, মুহাম্মদ সুমন উদ্দিন, মুহাম্মদ ফোরকান উদ্দিন, মুহাম্মদ পারভেজ, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ ফাহিম উদ্দিন, মুহাম্মদ সাইফুল ইসলাম, মুহাম্মদ রুবায়েত ফেরদৌস প্রমুখ।
আন্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদ : সুলতান বায়েজীদ বোস্তামী (রহ.) দরগাহ্ ময়দানে আন্জুমানে আশেকানে মোস্তফা (দ.) বাংলাদেশ ও আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের যৌথ ব্যবস্থাপনায় গত ২৫ অক্টোবর ঈদে মীলাদুন্নবী (দ.) উপলক্ষে আমীনে মিল্লাত ফকীহে আল্লামা শাহ্সূফী কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমী (রহ.) এর প্রতিষ্ঠিত ৬ দিনব্যাপী সুন্নী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আল্ আমীন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা শাহসূফী কাযী মুহাম্মদ ছাদেকুর রহমান হাশেমী (মু.জি.আ)। বক্তব্য দেন, মুহাম্মদ নঈমুল ইসলাম। আল্ আমীন হাশেমী দরবারের সাজ্জাদাশীন কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, মুফতি মুহাম্মদ আলা উদ্দিন জিহাদী (মু.জি.আ), মাওলানা দৌলতুর রহমান আলকাদেরী, মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ্ বাহাদুর, হযরত মাওলানা মুহাম্মদ ইউছুপ আমিনী, সৈয়দ মুহাম্মদ হাবিবুর রহমান সর্দার, হাফেজ শিব্বির আহমদ ওসমানী, শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মাওলানা আব্দুল হাই। শেষে সালাম ছালাম, বিশ্বের শান্তি কামনায় মুনাজাত করা হয়।
রাঙ্গুনিয়ায় গাউছিয়া সমিতি : গাউছিয়া সমিতি ও গাউছিয়া যুব সমিতি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা শাখার ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে জশনে জুলুসের আয়োজন করা হয়। গতকাল রাঙ্গুনিয়া ও আশেপাশের উপজেলা থেকে সৈয়দ বাড়ি দরবার শরীফের অনুসারীরা বুড়ির দোকান এলাকায় জমায়েত হন। সেখান থেকে সৈয়দ বাড়ি দরবারের সাজ্জাদানশীন শাহ্ ছুফি সৈয়দ মছিহুদ্দৌলার (মা.জি.আ) নেতৃত্বে জুলুস বের করা হয়। জুলুসে কালেমা তৈয়্যবা খচিত পতাকা, জাতীয় পতাকা, বিভিন্ন ইসলাম ধর্মীয় বাণী ও স্লোগান লিখিত ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে নারায়ে তক্বির, নারায়ে রেসালত ও গাউছিয়তের স্লোগান দিয়ে জুলুসে অংশ নেন অনুসারীরা। জুলুসটি চট্টগ্রাম-কাপ্তাই সড়কের জুটমিল গেট প্রদক্ষিণ শেষে আবার পোমরা বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জহির আহমদ চৌধুরী। মাওলানা আলী শাহ নেছারীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বক্তব্য দেন আল্লামা সৈয়দ তৌছিফুল হুদা, জাহেদুল আলম চৌধুরী আইয়ুব, অধ্যাপক সাইফুল আলম মাসুদ, ড. আবদুল মাবুদ, মাওলানা নাছির উদ্দিন নেছারী, হাফেজ মুহাম্মদ শহিদুল্লাহ, সাইফুল ইসলাম, খলিলুর রহমান, খাইরুল আমিন চিশতি, কাজী শরীয়ত উল্লাহ, দিদারুল ইসলাম, মাস্টার মুহাম্মদ ইসমাঈল, কাজী একরামুল্লাহ রিপন, মনিরুল ইসলাম, আলমগীর তালুকদার রণি, রাশেদ কালাম চৌধুরী, মাওলানা আবদুল গফুর, সাইফুল ইসলাম, মৌলানা হাবিবুর রহমান, মাওলানা ইয়াকুব আলী প্রমুখ।
হাটহাজারীতে জশনে জুলুস : হাটহাজারী প্রতিনিধি জানান, উপজেলার ফতেপুর ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস উদযাপিত হয়েছে। গত রবিবার ইসলামিয়াহাট মকবুলিয়া আহমদিয়া আমিরীয়া দরবার ও মকবুল শাহ আহমদ শাহ স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় এ জুলুসের আয়োজন করা হয়। ফতেপুরের সুন্নী জনতার সার্বিক সহযোগিতায় জুলুসের পূর্বে মকবুল শাহ দরবারে খতমে কোরআন, গাউছিয়া, মিলাদ কিয়াম অনুষ্ঠিত হয়। জুলুস শেষ করে আবারো মিলাদ কিয়াম দোয়া মোনাজাতের পর তবারুক বিতরণ করা হয়। মোনাজাত পরিচালনা করেন দরবারের শাহজাদা নুরুল আজম শাহ। প্রেস বিজ্ঞপ্তি।