সীতাকুণ্ডে মহাসড়কে রাত আড়াইটার দিকে ট্রাক চালক গাড়িটি রাস্তার পাশে রেখে একটু বিশ্রাম নিচ্ছিলেন। এসময় হঠাৎ তিন ছিনতাইকারী অস্ত্র দিয়ে ট্রাক চালককে জিম্মি করে নগদ তের হাজার টাকা ও দুইটি মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। চালক কোন উপায় না দেখে ৯৯৯-এ কল করে আত্মরক্ষার আকুতি জানায়। এসময় হাইওয়ে পুলিশের একটি টহল টিম ঘটনাস্থলে গিয়ে এক ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের পাক্কার মাথা এলাকায়। ওই ট্রাক চালকের নাম মো. সবুজ(৩০)।তিনি সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর ইউনিয়নের পাক্কার মাথার আব্বাস মাঝির বাড়ি এলাকার মোহাম্মদ সাদেকের ছেলে। আটক ছিনতাইকারীর নাম দিলশাদ (২৭))। সে ওই এলাকার দক্ষিণ পাক্কা মসজিদ ওয়ার্ডের মো. ইউছুফের ছেলে। এসময় তার থেকে উদ্ধার করা হয় চাপাতি ও ছোরাসহ নগদ দেড় হাজার টাকা।
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছিনতাইয়ের শিকার ট্রাক চালক ৯৯৯-এ ফোন দিলে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার এবং ছিনতাইকারী চক্রের এক সদস্যকে আটক করে সীতাকুণ্ড থানায় সোপর্দ করা হয়। এঘটনায় ছিনতাইয়ের শিকার ট্রাক চালক সবুজ বাদি হয়ে একটি মামলা করেছেন।