পটিয়ায় রেললাইন পরিদর্শন টিমের ওপর পাথর নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ সময় পাথরের আঘাতে রেলওয়ে পূর্বাঞ্চলের ৫ জন কর্মকর্তা ও কর্মচারী আহত হয়েছেন। গতকাল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-দোহাজারী রুটের পটিয়া উপজেলার চক্রশালা রেলওয়ে স্টেশনের আগে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-ডিএসটিই জাহেদ আরেফীন পাটোয়ারী তন্ময়, বিভাগীয় প্রকৌশলী -১ আব্দুল হামিদ মুকুল, ফারুক হোসেন, মো. নুরুল ইসলাম ও মো. সাইফুল্লাহ। আহতরা স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বারবার দুর্ঘটনার কারণ দেখতে তারা সেখানে যান।
এ ব্যাপারে বিভাগীয় প্রকৌশলী-১ আব্দুল হামিদ মুকুল আজাদীকে জানান, আমরা চট্টগ্রাম থেকে দোহাজারী রুটে মোটরট্রলি যোগে সেকশন লাইন পরিদর্শনে গিয়েছিলাম। বেলা সাড়ে ১২টার দিকে পথিমধ্যে দুর্বৃত্তরা মোটরট্রলি লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারলে আমাদের কয়েকজন আহত হন। পাথর সরাসরি মাথায় পড়লে মারাত্মক ক্ষতি হতো। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আমরা দোহাজারী পর্যন্ত পরিদর্শন করে ফিরে এসেছি।
চট্টগ্রাম-দোহাজারী লাইনটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ইতোমধ্যে দোহাজারী বিদ্যুৎ কেন্দ্রে তেল পরিবহনের সময় বারবার তেলবাহী বগি লাইনচ্যুত হচ্ছে। গত শনিবারও কালুরঘাট ব্রিজের আগে তেলবাহী বগি লাইনচ্যুত হয়েছে।