মৌসুমের প্রথম ক্লাসিকোয় জিতলো রিয়াল মাদ্রিদ

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৫ অক্টোবর, ২০২০ at ৬:২৭ পূর্বাহ্ণ

মৌসুমের প্রথম ক্লাসিকোয় ৩-১ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা। কাম্প নউয়ে গতকাল শনিবার রাতে রিয়াল মাদ্রিদ ৩-১ গোলে বার্সেলোনাকে পরাজিত করে। চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতার রেশ কাটাতে ক্লাসিকোতেই চোখ রেখেছিল রিয়াল। ম্যাচের শুরুতেই তাদের আঘাতের পাল্টা জবাব অবশ্য দিয়েছিল বার্সেলোনা। কিন্তু দ্বিতীয়ার্ধে আর পেরে ওঠেনি কাতালান ক্লাবটি। প্রতিপক্ষের মাঠ থেকে পুরো তিন পয়েন্ট নিয়ে ফিরল জিনেদিন জিদানের দল। খেলার ৫ মিনিটেই ফেদে ভালভারদের গোলে রিয়াল এগিয়ে যায়। তিন মিনিট পর খেলার ৮মিনিটে সমতা আনেন বার্সার তরুণ তুর্কি আনসু ফাতি। ১-১ গোলের স্কোর লাইনে খেলার বিরতিতে যায় দু’দল। বিরতির পর রিয়ালের অন্য দুটি গোল করেন সার্জিও রামোস ও লুকা মদ্রিচ। জার্সি টেনে ধরার কারণে রামোস রেফারির কাছে আবেদন জানান ভিএআরের। রেফারি ভিএআর দেখে লেংলেটকে হলুদ কার্ড দেন। সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান। ৬৩ মিনিটে স্পট কিক নেন সার্জিও রামোস। সহজেই বল জড়িয়ে যায় বার্সার জালে। ২-১ গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ৯০তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের বল ঠেকাতে গিয়ে গোলরক্ষক নেতো পড়ে যান। ফিরতি বল রদ্রিগো নিয়ে পাস দেন মদ্রিচকে। বঙের সামনেই গোলরক্ষক এবং দু’জন ডিফেন্ডারকে কাটিয়ে ফাঁকা পোস্টে বার্সার জালে বল জড়িয়ে দেন মদ্রিচ (৩-১)। পুরো খেলায় খুব একটা সুবিধা করতে পারেননি লিওনেল মেসি। বার্সাকে হারিয়ে ৬ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেলো রিয়াল। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল সোসিয়েদাদ। ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে বার্সেলোনা রয়েছে ১০ নম্বরে।

পূর্ববর্তী নিবন্ধকলকাতার কাছে সহজ হার দিল্লির
পরবর্তী নিবন্ধমাহমুদউল্লাহ-শান্ত একাদশের শিরোপা লড়াই আজ