প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভা গতকাল শনিবার শিক্ষা উপমন্ত্রী ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, হাসিনা মহিউদ্দিন, সাবিহা মুসা ও বোরহানুল হাসান চৌধুরী সালেহিন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ ও রেমন্ড আরেং ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার খুরশিদুর রহমানও উপস্থিত ছিলেন।
সভায় ২৫ জুলাই অনুষ্ঠিত বোর্ড অব ট্রাস্টিজের সভার কার্যবিবরণী অনুমোদন করা হয় এবং ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভার কার্যবিবরণী অনুমোদিত হয়। ২০২০-২১ সালের বাজেট অনুমোদন, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যে- একাডেমিক কার্যক্রম অনলাইনের মাধ্যমে পরিচালিত হচ্ছে, তা নিয়ে আলোচনার পর বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে কিভাবে আরও বেশি কর্মোপযোগী করা যায় তা নিয়ে আলোচনা হয়। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কাজের অগ্রগতি সম্পর্কে আলোচনা হয়। করোনাকালীন বিদ্যানন্দ ফাউন্ডেশনকে বিশ্ববিদ্যালয়ের মহিলা হোস্টেল চিকিৎসা কাজে ব্যবহারের অনুমতি প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।