অসহায় কিডনি রোগী আমেনা বেগমের চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়েছে কিডনি রোগী কল্যাণ সংস্থা। গতকাল শনিবার সংস্থার কার্যালয়ে বায়তুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদের সাধারণ সম্পাদক মো. ইদ্রিস মিয়া সংস্থার পক্ষ থেকে অনুদানের চেক হস্তান্তর করেন। আমেনা বেগমের পক্ষে চেক গ্রহণ করেন মো. মোশারেফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সৈয়দ মোহাম্মদ জাহেদুল হক, সাধারণ সম্পাদক জামালুদ্দিন হাওলাদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ হোসাইন, সাংবাদিক মোহাম্মদ আলী, সংস্থার সদস্য দীপংকর বোস ও মোহাম্মদ মহিউদ্দিন রিয়াজ।
উল্লেখ্য, সন্দ্বীপের বাসিন্দা হতদরিদ্র কিডনি রোগী আমেনা বেগম দীর্ঘ ২ মাস ধরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি রয়েছেন। অর্থাভাবে নিয়মিত ডায়ালাইসিস হচ্ছিল না তার। ইতিমধ্যে ভিটেমাটি বিক্রি করে পথে বসেছে পুরো পরিবার। এ অবস্থায় খবর পেয়ে কিডনি রোগী কল্যাণ সংস্থা অসহায় আমেনা বেগমের পাশে এসে দাঁড়ায়। প্রেস বিজ্ঞপ্তি।