মোহরায় ৩শ রোগী পেল চক্ষুসেবা

| শনিবার , ২৪ অক্টোবর, ২০২০ at ৯:১২ পূর্বাহ্ণ

মোহরার কৃতী সন্তান মরহুম আবু তাহের সওদাগর। তার স্মরণে গতকাল শুক্রবার এটিএস ক্লিনিকে ৩শ জন রোগীকে বিনামূল্যে চক্ষুসেবা ও ওষুধ সরবরাহ করা হয়েছে। সেবা কার্যক্রম পরিদর্শন করেন বিজিএমইএর ১ম সিনিয়র সহসভাপতি ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ ছালাম। তিনি বলেন, সরকার সবার কাছে চিকিৎসা সেবা পৌঁছে দিতে চায়। তাই সরকারের পাশাপাশি চিকিৎসা সেবা পৌঁছে দিতে কাজ করছে এটিএস ক্লিনিক। তিনি আরো বলেন, প্রতিদিন ৬০-৭০ জন রোগী ক্লিনিকে চিকিৎসা সেবা নিচ্ছেন। চিকিৎসকরা শহর থেকে ৬-৭ মাইল দূরে এসে রোগীদের সেবা দিচ্ছেন। এ কারণে ক্লিনিকে দিন দিন রোগী বাড়ছে। এ সময় লায়ন্স গর্ভনর মো. নাসির উদ্দিন চৌধুরী, ক্লিপটন গ্রুপের পরিচালক মো. মহিউদ্দিন চৌধুরী, মো. আবদুল মান্নান রানা, লায়ন মোরশেদ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীর মাঝে কম্পিউটার প্রদান
পরবর্তী নিবন্ধদেওয়ানজী পুকুর পাড় পূজামণ্ডপে ভার্চুয়াল পুষ্পাঞ্জলি