সুকুমার চৌধুরী ফাউন্ডেশন : সুকুমার চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে নগরীর চান্দগাঁওয়ের বিভিন্ন পূজামণ্ডপে প্রতি বছরের ন্যায় এবারও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গত ২২ অক্টোবর দুর্গাপূজার মহাষষ্ঠীতে সকালে মোহরা গৌরাঙ্গ নিকেতন প্রাঙ্গণে বিভিন্ন পূজামণ্ডপ নেতৃবৃন্দের হাতে আর্থিক অনুদান তুলে দেন অমিত চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, সমীরণ মল্লিক, সুমন কান্তি নাথ, সঞ্জীব ভট্টাচার্য্য বাবু, পংকজ চৌধুরী, স্মরণ মল্লিক, একান্ত সেন অর্ঘ্য প্রমুখ।
পাথরঘাটা পূজা উদযাপন পরিষদ : শারদীয়া পঞ্চমীতে পাথরঘাটা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গত ২১ অক্টোবর টিপু দাশ গোপালের সভাপতিত্বে ও সুমন বিশ্বাঙ্গীর সঞ্চালনায় ধর্মীয় আলোচনা সভা বস্ত্রবিতরণ, সাংস্কৃতিক, চিত্রাংকন ও উলুর ধ্বনি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত। উদ্বোধক ছিলেন ঢাকা রমনা কালী মন্দির উপদেষ্টা মিলন শর্মা, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. মহসিন, তপন চক্রবর্তী, অরুণ মল্লিক, ডা. নারায়ণ মজুমদার, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, কমলেন্দু শীল, উত্তম চক্রবর্তী প্রমুখ।
হাজারী গলি : নগরীর হাজারী গলির শারদীয় দুর্গোৎসবের উদ্যোগে মহাসপ্তমীতে স্বল্প আয়ের মানুষদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর জহরলাল হাজারী, রুমকী সেনগুপ্ত, গৌতম সিং হাজারীর, প্রশান্ত পান্ডে, মৃদুল কান্তি দে, বিপ্লব চৌধুরী, লিটন দাশ, উৎপল দাশ, সত্যজিৎ চৌধুরী, শিবু দাশ, প্রতাপ বিশ্বাস, বাপ্পী চক্রবর্তী, বিষ্ণু দাশ, নিপু শর্র্মা, প্রিয়ম দে, জয় দাশ, ভূপেন রায়, তন্ময় সেন, স্বাগতম সিং হাজারী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রতন আচার্য্য।
চন্দনাইশে ১২৩টি মণ্ডপে ৬২ টন চাল বিতরণ : চন্দনাইশ প্রতিনিধি জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চন্দনাইশের ১২৩টি পূজামন্ডপে ৬২ টন চাল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে দোহাজারী পৌরসভা চত্বরে প্রধান অতিথি হিসেবে এসব চাল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। উৎপল রক্ষিতের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুল হালিম, অ্যাড. তুষার সিংহ হাজারী মানিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম বাবর আলী ইনু, আবদুল্লাহ আল নোমান বেগ, নবাব আলী, মো. লোকমান হাকিম, বিষ্ণু যশা চক্রবর্ত্তী, ডা. কাজল বৈদ্য, বিকাশ কান্তি দে, ইঞ্জিনিয়ার ভব শংকর ধর, শাহ আলম মেম্বার, রূপক ঘোষ, সৈকত দাশ ইমন প্রমুখ।
কুমিরা : সীতাকুণ্ড প্রতিনিধি জানান, সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে ৫৫০জন হিন্দু ধর্মাবলম্বীকে বস্ত্র ও খাদ্যসামগ্রী উপহার দিয়েছেন কুমিরা ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী। এছাড়া প্রত্যেক পূজামন্ডপকে ১০হাজার টাকা অনুদান বিতরণ করা হয়। গতকাল শুক্রবার কুমিরা ইউনিয়ন প্রাঙ্গনে এ উপলক্ষে শাড়ি লুঙ্গি ও চাল বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, ইউপি সদস্য মো. হারুন, কামাল উদ্দিন, জামাল উদ্দিন, খুরশিদ আলম, জসীম উদ্দিন, মনোয়ারা বেগম, ইউপি সচিব শোভন ভোমিক, গণেশ ভৌমিক, মাহাবুব আলম, আলমগীর আজাদ, জিয়াউদ্দিন রাজু প্রমুখ।
দক্ষিণ জেলা পূজা পরিষদ : দক্ষিণ জেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে গতকাল শুক্রবার বিভিন্ন মণ্ডপে বস্ত্র বিতরণ ও পূজামণ্ডপ পরিদর্শন করা হয়েছে। নেতৃবৃন্দ পটিয়া ও চন্দনাইশ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং অসহায় ও দরিদ্রদের মাঝে বস্ত্র (শাড়ি) বিতরণ করেন। গাছবাড়িয়া হরি মন্দির পূজামণ্ডপে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আবু আহম্মেদ চৌধুরী জুনু, থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দীন সরকার। এসময় উপস্থিত ছিলেন, অরুপ রতন চক্রবর্তী, জিতেন কান্তি গুহ, পরিমল দেব, বিজয় কৃষ্ণ ধর, চন্দন পালিত, ভবশংকর ধর, বিশ্বজিৎ দাশ, রুবেল দেব, আশীষ মিত্র, ডা. আর কে দাশ রুবেল, নুপুর দাশ প্রবীর, ডা. বিধান ধর, জুয়েল চৌধুরী, রুবেল দত্ত, নোবেল চৌধুরী, অলসেন দাশ, দোলন দে প্রমুখ।
ফটিকছড়ির নেপচুন চা বাগান ও কাঞ্চন নগর : শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুই শতাধিক অসহায় মানুষদের মাঝে বস্ত্র বিতরণ করেছে সনাতন সংগঠন। ফটিকছড়ির নেপচুন চাবাগান ও কাঞ্চন নগর এলাকায় গত ১৭ অক্টোবর বস্ত্র বিতরণ করা হয়। মাস্টার পার্থ ঘোষের সঞ্চালনায় মৃদুল কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুমন বণিক। উদ্বোধক ছিলেন রতন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, অশোক চক্রবর্তী, বিশ্বজিৎ সরকার, সুমন দত্ত, সন্তোষ দে, নিরঞ্জন নাথ মন্টু, অনুপম ভট্টাচার্য, বাপ্পী দে ব্রাম্মন, রুপশ্রী সেন গুপ্তা, বসুন্ধরা দাশ।
আমাদের আলোকিত সমাজ : সমাজসেবক ফরিদ মাহমুদ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি বজায় রেখে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। একটি সমৃদ্ধ জাতি গঠনে সাম্প্রদায়িক সম্প্রীতি খুবই গুরুত্বপূর্ণ।আমাদের মাঝে কতিপয় দুস্কৃতকারী আছে, যারা সম্প্রীতি নষ্ট করতে চায়, তাদের বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। গতকাল শুক্রবার নগরীর দেওয়ানবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে আমাদের আলোকিত সমাজ চট্টগ্রামের আয়োজনে চকবাজার, দেওয়ানবাজার, আন্দরকিল্লা ওয়ার্ডের নারী ও পুরুষের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান