নগর পূজা উদ্‌যাপন পরিষদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

| শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২০ at ৯:২৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীতে গতকাল বৃহস্পতিবার নগরীর জেএমসেন হলে স্বাস্থ্যবিধি মেনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার উদ্বোধন করেন নগর পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক প্রকাশ দাশ অসিত। এসময় উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, হিল্লোল সেন উজ্জ্বল, মিথুন মল্লিক, সুকান্ত মহাজন টুটুল, দীপংকর দেবনাথ, প্রিয়তোষ ঘোষ রতন, অ্যাডভোকেট রাজেশ বিশ্বাস, সঞ্জয়িতা দত্ত পিংকি, সদস্য রিপন রায় চৌধুরী, দীপ্ত সিংহ, রোমেন চৌধুরী, আকাশ নাথ, রাজিব নাথ, তপতী মজুমদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাঁচলাইশ ওয়ার্ড পূজামণ্ডপ নেতৃবৃন্দের মতবিনিময়
পরবর্তী নিবন্ধমানবিক সাহায্য চান রেল কর্মকর্তা সাজ্জাদ