চট্টগ্রামসহ বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশনের উদ্যোগে মুজিববর্ষ উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠান গত ২০ অক্টোবর ডা. মুজিবুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, চিকিৎসকদের প্রতি মানুষের আস্থা অপরিসীম। তাই মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের ভূমিকা রাখতে হবে। সাধারণ সম্পাদক ডা. মো. বেলাল হোসেন উদয়নের সঞ্চালনায় এতে মুখ্য আলোচক ছিলেন ডা. আর কে রুবেল। বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসো’র সাবেক সভাপতি ডা. জামাল উদ্দিন, কক্সবাজার জেলার সভাপতি রমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আলমগীর, প্রণব কুমার পাল, মো. জাহাঙ্গীর আলম, সীতাকুণ্ড পৌরসভার প্যানেল মেয়র মনোয়ারা বেগম, ডা. মুনিরা আজাদ। বক্তব্য রাখেন সাজিব বড়ুয়া সাজু, মো. নাসির উদ্দিন, মো. মিনহাজ উদ্দিন, কানু দাশ, এম কামরুজ্জামান, জয়া ভট্টাচার্য, সুভাষ চন্দ্র সেন, এস এম নুরুল ইসলাম, স্বপন দে, অনুপ কুমার দাশ, আবু ছালে, এসবি জীবন, তড়িৎ কান্তি চৌধুরী, মো. শফিউল বশর, পুলক বড়ুয়া, দীপক কুমার শীল, নুর মোহাম্মদ খান, বিপ্লব চক্রবর্ত্তী, দীপা আক্তার, রুবেল চন্দ্র ধর, মো. হারুন উর রশিদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।