জলবায়ু ন্যায্যতা ও লৈঙ্গিক ন্যায়বিচারের দাবিতে কক্সবাজার সমুদ্র সৈকতে পদযাত্রা করেছে একশনএইড বাংলাদেশ। গত মঙ্গলবার বিকেলে ‘ওয়াক ফর সারভাইভাল’ শিরোনামে আয়োজিত এই পদযাত্রায় একশরও বেশি মানুষ অংশ নেন। এসময় বিশ্বের লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধ করে, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং পরিবেশের সুরক্ষায় সবুজ অরণ্য পুরুদ্ধারের মাধ্যমে আরো উন্নত ও সুন্দর বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার আহবান জানানো হয়। কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট থেকে শুরু হয় পদযাত্রা। শেষ হয় লাবনী পয়েন্টে। একশনএইড বাংলাদেশের কর্মীসহ কক্সবাজারের স্থানীয় পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের প্রতিনিধিরাও অংশ নেন পদযাত্রায়। জলবায়ু ও নারীর প্রতি বেড়ে চলা অবিচারের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রচারণার প্রথম আয়োজন এটি। প্রেস বিজ্ঞপ্তি।
একশনএইড বাংলাদেশের রেজিলিয়েন্স ও ক্লাইমেট জাস্টিস ইউনিটের প্রধান তানজির হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সারা বিশ্বে বাস্তুচ্যুত মানুষ এবং লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হওয়া সকলের সাথে একাত্মতা জানাতেই এ পদযাত্রা। এ সময় উপস্থিত ছিলেন একশনএইড বাংলাদেশের মানবিক সাড়া প্রদান বিভাগের প্রধান আব্দুল আলীম, কর্মকর্তা আনহারা রাব্বানী, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের সমন্বয়ক সোহানুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।