তরুণ পরিচালক শাব্দিক শাহীন সমপ্রতি নির্মাণ করলেন খণ্ড নাটক ‘মায়ার জালে’। টিভি নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পী মোশাররফ করিম ও এ প্রজন্মের অন্যতম অভিনেত্রী কেয়া পায়েল জুটি বেঁধে অভিনয় করলেন এ নাটকে। স্নেহাশীষ ঘোষের গল্প ও রচনায় ‘মায়ার জালে’ নাটকটি প্রযোজনা করেছে ক্রাউন এন্টারটেইনমেন্ট। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শর্মিলা আহম্মেদ, সুজন হাবিব, এ কে আজাদ সেতু, আনোয়ার হোসেন প্রমুখ। গ্রামীণ পটভূমে ‘মায়ার জালে’ নাটকের গল্প বিস্তৃত হয়েছে। গল্পে দেখা যায়, গ্রামের সহজ-সরল জামিলের মেধাবী স্ত্রী মায়া উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সহপাঠীর প্রেমে পড়ে। স্বামী জামিলকে একপাশে সরিয়ে সহপাঠীর প্রতি মায়া এতটাই মগ্ন হয়ে পড়ে যে, তার আবদার পূরণে জামিলের কাছ থেকে টাকা এনে দিতে বাধ্য হয়। কিন্তু একসময় বিষয়টি ফাঁস হলে মায়ার জীবনে অন্ধকার নেমে আসে। এভাবেই এগিয়ে যায় মায়ার জালে নাটকটির গল্প। শেষ পর্যন্ত হৃদয়বিদারক পরিস্থিতির মধ্য দিয়ে নাটকটি সমাপ্ত হয়, যা সব ধরনের দর্শকের হৃদয়ে দাগ কাটবে। নাটক সম্পর্কে অভিনেতা মোশাররফ করিম বলেন, নাটকটির গল্প অনেক সুন্দর। নাটকে আমার চরিত্রটির ডাইমেনশন বেশ মজার। আশা করি দর্শকদেরও ভালো লাগবে। অভিনয়ের সুযোগ আছে এমন চরিত্রের খোঁজ আমি সব সময় করি উল্লেখ করে কেয়া পায়েল বলেন, মোশাররফ করিম ভাইয়া আমার চরিত্রটি ফুটিয়ে তুলতে অনেক সহায়তা করেছেন। আশা করি ভালো লাগবে সবার। অন্যদিকে ক্রাউন এন্টারটেইনমেন্টের ডেপুটি সিইও তাজুল ইসলাম বলেন, ইতোমধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। বর্তমানে সম্পাদনার কাজ চলছে। শিগগিরই বেসরকারি একটি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।