বোয়ালখালীতে ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

শত কোটি টাকার সরকারি ভূমি উদ্ধার

বোয়ালখালী প্রতিনিধি | শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২০ at ৮:১৪ পূর্বাহ্ণ

আরাকান সড়কের কালুরঘাট ব্রিজ থেকে মিলিটারি পুল পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এলাকাজুড়ে গড়ে উঠা পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বোয়ালখালী উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে চলা এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন। এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. মোজাম্মেল হক চৌধুরীও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।
অভিযান সূত্রে জানা যায়, গত দুই সপ্তাহ আগেই এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে গণবিজ্ঞপ্তি প্রদানসহ মাইকিং করেছিল উপজেলা প্রশাসন। এর মধ্যে কেউ কেউ সরিয়ে নিলেও বেশিরভাগ থেকে যায়। গতকাল অভিযানে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় প্রায় ৫ শতাধিক দোকান, কমিউনিটি সেন্টার ও শিল্প প্রতিষ্ঠানের বর্ধিত অংশ গুড়িয়ে দেয়া হয়। দিনব্যাপী চলা এই অভিযানে মিলিটারি পুল, শাকপুরা বাজার, ফুলতল বাজার, পেতন আউলিয়ার মাজার গেইট, কালুরঘাট বাজার সংলগ্ন সড়ক ও জনপথ বিভাগের শতকোটি টাকার প্রায় ৩শ একর সরকারি জায়গা উদ্ধার করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ বিভাগ পটিয়ার উপ-সহকারী প্রকৌশলী টোয়াইন চাকমা। এসআই নেছারের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে বোয়ালখালী থানার একটি টিম। এছাড়া অবৈধ স্থাপনা সমূহের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন পল্লী বিদ্যুৎ বোয়ালখালী অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, সরকারি জমি দখল রোধ ও উদ্ধারে অভিযান চলবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অবস্থান নিয়েছি। তাই কাউকে ছাড় দেয়া হবে না। উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন বলেন, দখলমুক্ত করা এসব স্থানে পুনরায় অবৈধ স্থাপনা কেউ গড়ে তুললে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধমৃত্যু পরোয়ানা শোনানো হয়েছে যুদ্ধাপরাধী কায়সারকে
পরবর্তী নিবন্ধ২৪ ঘণ্টায় ২৪ জনের মৃত্যু, শনাক্ত ১৬৯৬