আকবরশাহ এলাকায় অস্ত্রসহ কিশোর গ্যাং লিডার গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২০ at ৮:১১ পূর্বাহ্ণ

নগরীর আকবরশাহ এলাকার ‘কিশোর গ্যাং’ লিডার আব্দুল আজিজ সাকিব ওরফে আরিয়ানকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আরিয়ান ফেনীর দাগনভূঁইয়া থানার মাছিমপুর এলাকার মো. শহিদ উল্লাহর ছেলে। নগরীর বিশ্ব কলোনি এলাকার বাসিন্দা সে। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহির হোসেন আজাদীকে বলেন, কিশোর গ্যাং লিডার আরিয়ানকে আকবরশাহ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আকবরশাহ থানায় এর আগেও দুটি মামলা ছিল। ওসি বলেন, আকবর শাহ এলাকায় শাকিল হাসান সাগর প্রকাশ লাল সাগর নামে কিশোর গ্যাংয়ের একজন গডফাদার আছে। তার নেতৃত্বে উঠতি বয়সের তরুণ ও কিশোর বয়সী সাত-আটজন ছেলে আছে যারা গ্যাং কালচার মেনটেইন করে। তারা লেকভিউ আবাসিক এলাকাসহ পাহাড়ি এলাকায় অবস্থান করে, মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করে, ছিনতাই-মারামারি করে। এই গ্রুপের সদস্য আরিয়ান। তাকে আগেও গ্রেপ্তার করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের ৪ জনসহ ১৯ পুলিশ কর্মকর্তা বদলি
পরবর্তী নিবন্ধমধুবনের চেয়ারম্যান মো. সোলায়মানের ইন্তেকাল