দক্ষিণ রাউজান উদয়ন সংঘের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা ও সত্যনারায়ন পূজা উপলক্ষে ছয় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। কর্মসূচিতে রয়েছে- মহা ষষ্ঠীতে সুবিধাবঞ্চিতদের মাঝে বস্ত্র বিতরণ, সমাজ হিতৈষী নিকুঞ্জ বিহারি দাশ ও শিক্ষক নারায়ণ প্রসাদ দাশের স্মরণে সভা, সপ্তমীতে চণ্ডীপাঠ, অষ্টমীতে বিনামূল্য স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ, নবমীতে সমবত জাগরণ পুতি, বিজয়া দশমীতে কৈবল্যধামের মোহন্ত মহারাজ প্রেরিত বস্ত্র বিতরণ ও ঠাকুরের পূজা, ২৭ অক্টোবর একাদশীতে সত্যনারায়ন পূজা।
পূজায় কৈবল্যধামের মোহন্ত মহারাজ কালীপদ ভট্টাচার্য্য উপস্থিত থেকে ভক্তদের মাঝে দীক্ষা প্রদান করবেন। কর্মসূচিতে সনাতনী সমাজের সকলকে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত থাকার জন্য উদয়ন সংঘের সভাপতি প্রকৌশলী সনজিত বৈদ্য পিন্টু এবং সাধারণ সম্পাদক অসীম দাশগুপ্ত অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।