মহেশখালীতে গৃহবধূ হত্যা জড়িতদের গ্রেপ্তার দাবি

মহেশখালী প্রতিনিধি | বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২০ at ১০:১০ পূর্বাহ্ণ

মহেশখালীতে গৃহবধূ আফরোজা খানম হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ অক্টোবর বিকেল ৩টার দিকে মহেশখালী উপজেলা নারী উন্নয়ন ফোরাম ও হোয়ানক ইউনিয়নে নিহত আফরোজার এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, অপরাধীর কোন ধর্ম ও দল নেই। তাদের একমাত্র পরিচয় তারা অপরাধী। আফরোজাকে নৃসংশভাবে হত্যায় জড়িত শ্বশুরবাড়ির লোকদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করতে হবে। ঘটনা ধামাচাপা দিতে যারা সহযোগিতা করেছে তাদেরকেও চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
মহেশখালী উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে এ মানববন্ধনে আবুল বশর পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন-নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও মহেশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিনুয়ারা ছৈয়দ, সাধারণ সম্পাদক মিনুয়ারা মিনু, অর্থসম্পাদক মিনুয়ারা বেগম, নিহত আফরোজার মা মনোয়ারা বেগম, বোন শারমিন আকতার ও রুমি আকতার, ভাই মিজান ও এমরান, আওয়ামী লীগ নেতা আবদুচ সালাম বাঙালি, মহেশখালী উন্নয়ন পরিষদের সভাপতি জে এইচ এম ইউনুছ, মহিউদ্দীন ও মহেশখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছালামত উল্লাহ।

পূর্ববর্তী নিবন্ধআজাদী সম্পাদকের সাথে আঞ্জুমান ও গাউসিয়া কমিটির নেতৃবৃন্দের মতবিনিময়
পরবর্তী নিবন্ধমোটরসাইকেল আরোহীকে থামিয়ে পরালো হেলমেট