সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী গ্রেপ্তার

| বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২০ at ৯:০৩ পূর্বাহ্ণ

দৈনিক সংগ্রামের প্রধান প্রতিবেদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার সন্ধ্যার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. ওয়ালিদ হোসেন জানিয়েছেন। কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, রাষ্ট্রদ্রোহের একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই সূত্রে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি। খবর বিডিনিউজের।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে ‘শহীদ’ অভিহিত করে প্রতিবেদন প্রকাশের জন্য রাষ্ট্রদ্রোহের যে মামলায় সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদ ১০ মাসের বেশি কারাবন্দি আছেন, সেই মামলার আসামি রুহুল আমিন গাজীও। সংগ্রামের প্রধান প্রতিবেদক রুহুল আমিন গাজী বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বিএনপি-জামায়াতপন্থি সাংবাদিকদের অংশের সভাপতির দায়িত্বে আছেন।

পূর্ববর্তী নিবন্ধবে টার্মিনাল নির্মাণ করতে চায় সৌদি কোম্পানি
পরবর্তী নিবন্ধপুঁইছড়িতে বাস সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫