গত ১৩ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কুরুচিপূর্ণ নোংরা স্টোরি স্ট্যাটাস’ দেয়ার অপরাধে জামিল হোসেন (২১) নামের রাউজানের এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে।
অভিযুক্ত জামিল রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আবদুল কুদ্দুসের পুত্র।
বিষয়টি নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন।
তিনি বলেছেন, “স্ট্যাটাস প্রদানকারী জামিল হোসেনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে আজ বুধবার (২১ অক্টোবর) থানায় মামলা করেছেন রাউজান উপজেলা যুবলীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র-২ জমির উদ্দিন পারভেজ। আসামিকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”