রাষ্ট্রায়ত্ত্ব পাটকল আধুনিকায়ন করে চালু করার দাবিতে খুলনায় রাজপথ অবরোধ কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত হামলা এবং নেতৃবৃন্দকে গ্রেপ্তারের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা শাখা নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে। বাম গণতান্ত্রিক জোট জেলা সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) জেলা সদস্যসচিব শফি উদ্দিন কবির আবিদের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় নগরীর পুরাতন রেল স্টেশন চত্বরে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সিপিবি জেলা সাধারণ সম্পাদক অশোক সাহা, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়কারী হাসান মারুফ রুমি, বাসদ জেলা ইনচার্জ আল কাদেরী জয়, সিপিবি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অমৃত বড়ুয়া, বাসদ নেতা রায়হান উদ্দিন প্রমুখ। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রায়ত্ত্ব পাটকল চালুর দাবিতে সোমবার খুলনায় শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে পুলিশ নির্বিচারে হামলা করে বামজোট ও শ্রমিক নেতৃবৃন্দকে গ্রেপ্তার করেছে। পাটকল রক্ষায় গড়ে উঠা আন্দোলনে ভীত হয়ে সরকার দমন-পীড়নের পথ বেছে নিয়েছে। জনগণের ন্যূনতম প্রতিবাদও তারা সহ্য করতে পারছে না। সরকারের এ ফ্যাসিবাদী দুঃশাসনের বিরূদ্ধে আজ জোরদার প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।