৫৪১ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডারে নিয়োগের সুপারিশ

৩৮তম বিসিএস

| বুধবার , ২১ অক্টোবর, ২০২০ at ৯:৩৯ পূর্বাহ্ণ

৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পাননি তাদের মধ্য থেকে ৫৪১ জনকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই প্রার্থীদের বিসিএসের মেধাক্রম এবং সংশ্লিষ্ট পদের নিয়োগবিধির ভিত্তিতে সুপারিশ করা হয়েছে বলে মঙ্গলবার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
৩৮তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও পদ স্বল্পতায় ছয় হাজার ১৭৩ জন ক্যাডার পদে নিয়োগের সুপারিশ পাননি। তাদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগের জন্য পাঁচ হাজার ৩২ জন কমিশনে আবেদন করেন। খবর বিডিনিউজের।
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা কর্মকর্তা/সমমান পদে ১১১ জন, কৃষি মন্ত্রণালয়ের মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট পদে ৬২ জন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারী হাসপাতালের মেডিকেল অফিসার পদে ৩৩ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (পুর) পদে ৮৫ জন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ঔষধ প্রশাসন অধিদপ্তরের ঔষধ তত্ত্বাবধায়ক পদে ১৯ জনসহ ৫৩টি ক্যাটাগরিতে মোট ৫৪১ জনকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি।
সুপারিশপ্রাপ্তদের তালিকা িি.িনঢ়ংপ.মড়া.নফ এবং যঃঃঢ়://নঢ়ংপ.ঃবষবঃধষশ.পড়স.নফ ওয়েবসাইটে পাওয়া যাবে।

পূর্ববর্তী নিবন্ধউত্তর চট্টগ্রামে এবার ৭৬৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা
পরবর্তী নিবন্ধবাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ