কর্ণফুলী কর্ণফুলী
কাটছে কেমন দিন,
দিনে দিনে বাড়ছে জানি
বাড়ছে পলিথিন।
ছল ছলানী বুকের উপর
বইছে কালো পানি,
পলিথিনে গিলে খায়
তোর পরাণ খানি।
জোছনা রাতে আগের মতো
আর লাগে না ফর্সা,
বেজার মুখে বসে আছে
বৃষ্টি নামের বর্ষা।
টুকটুকে লাল শাড়ী পড়ে
কেউতো নামে না,
মেঘ বলছে, রাগ করেছে
তারও থামে না।
কালো সাম্পান বেজার মুখে
নীরব যাত্রা করে,
সবল মাঝি, সরল মুখে
গান ধরে না স্বরে।
তল পেটের ঐ কান্না শুনি
ড্রেজার যখন হাতড়ায়
ফুল-পাখি সব, লতা-পাতা
নুরু মাঝিও কাৎরায়।
নকশা আঁকা বুকে তোর
বইছে দুখের অগ্নি,
আর কতদিন কাঁদবে বল?
বর্ষা নামের ভগ্নি।