তিন দলের প্রেসিডেন্ট’স কাপ টুর্নামেন্টের আজকের ম্যাচটি তামিমের দলের জন্য পরিণত হয়েছে অঘোষিত এক সেমিফাইনালে। ফাইনালে খেলতে হলে তামিম ইকবাল একাদশকে জিততেই হবে। তামিম ইকবালের দল জিতলে ফাইনাল খেলা নিশ্চিত। সেক্ষেত্রে মাহমুদউল্লাহ একাদশ আর শান্ত একাদশকে মুখোমুখি হতে হবে জটিল সমীকরণের। অঘোষিত এই সেমিফাইনালে যদি তামিম একাদশ অল্প ব্যবধানে জিতে যায়, তাহলে কপাল পুড়বে মাহমুদউল্লাহ একাদশের। তাদের বিদায় ঘণ্টা বাজিয়ে ফাইনালে তামিমদের সঙ্গী হবে শান্ত একাদশ। আবার যদি তামিম একাদশ শান্ত একাদশের বিপক্ষে বড় ব্যবধানে জিতে যায়, তাহলে ফাইনালের মিশন থেকে ছিটকে যাবে শান্ত একাদশ। তখন ফাইনালে তামিম একাদশের প্রতিপক্ষ হবে মাহমুদউল্লাহ একাদশ। টুর্নামেন্টের পয়েন্ট টেবিলের এখন যা অবস্থা তা হচ্ছে ৩ ম্যাচে ২ জয় ও ১ হারে ৪ পয়েন্ট ও ০.৮৬৭ নেট রান রেট নিয়ে শীর্ষে রয়েছে শান্ত একাদশ। এক ম্যাচ বেশি খেলে ২ জয় ও ২ হারে ৪ পয়েন্টে ও -০.৪৪২ নেট রান রেটে দ্বিতীয় স্থানে মাহমুদউল্লাহ একাদশ। আর ৩ ম্যাচে ১ জয় ও ২ হারে ২ পয়েন্ট ও -০.৩১১ নেট রান রেট নিয়ে টেবিলের তিন নম্বরে তামিম একাদশ। পয়েন্ট টেবিলের চিত্র অনুযায়ী া তামিম ইকবালদের আজকের ম্যাচে জিতলেই হবে। কারণ জিতলেই তাদের পয়েন্ট হবে ৪। তখন মাহমুদউল্লাহ একাদশের তুলনায় রান রেটে এগিয়ে থাকায় তামিমরা চলে যাবে ফাইনালে। তখন মাহমুদউল্লাহদের ছিটকে পড়তে হবে। নানা জটিল সমীকরণের মধ্য দিয়েই আজ মাঠে গড়াচ্ছে প্রেসিডেন্ট’স কাপের লিগ পর্বের শেষ ম্যাচটি। যেখানে তামিম একাদশ মোকাবিলা করবে শান্ত একাদশকে।