মুশফিকের প্রেরণায় ইরফান শুক্কুরের সাফল্য

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২১ অক্টোবর, ২০২০ at ৯:২২ পূর্বাহ্ণ

ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ ইরফান শুক্কুর। জাতীয় দলের তারকা ক্রিকেটাররা যেখানে ব্যর্থ, সেখানে সফল চট্টগ্রামের এই ব্যাটসম্যান। নাজমুল একাদশের হয়ে তিন ম্যাচের তিনটিতেই পেয়েছেন সাফল্য। এর মধ্যে দুটিতে খেলেছেন ম্যাচ জয়ী ইনিংস। তার এই আলোকিত পারফরম্যান্সের পেছনে জাতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমের অনুপ্রেরণার কথা জানালেন তিনি। বিসিবি প্রেসিডেন্ট’স কাপের প্রথম ম্যাচে হারতে বসেছিল নাজমুল একাদশ। লেট অর্ডারে নেমে ইরফান অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলে মাহমুদউল্লাহ একাদশের কাছ থেকে জয় ছিনিয়ে নেন। দ্বিতীয় ম্যাচে দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন তিনি। তৃতীয় ম্যাচে টপ অর্ডারের ব্যর্থতার পর মুশফিক, আফিফ ও ইরফানের ব্যাটে জয়ের দেখা পায় নাজমুল একাদশ। এই ম্যাচেও ৪৮ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। টানা তিন ম্যাচে ভালো করার পেছনে মুশফিকের অবদানের কথা উল্লেখ করলেন ইরফান, ‘সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে, বিশেষ করে মুশফিক ভাইয়ের সঙ্গে তো অনেকদিন থেকেই খেলছি। সৌম্যর সঙ্গে অনূর্ধ্ব-১৯ থেকে খেলছি। ওরা জাতীয় দলকে অনেক বছর ধরে প্রতিনিধিত্ব করে আসছে। তাদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করতে অনেক বেশি ভালো লাগছে। মুশফিক ভাই বলেছেন, ক্যারেক্টারটা শো করতে। আমি উনার কথাগুলো শোনার চেষ্টা করছি। উনি কথা কম বললেও কিন্তু খুবই অনুপ্রেরণাদায়ক কথা বলেন। উনি বলেছেন, ক্যারেক্টার আর মাঠের ভেতরের অ্যাপ্রোচ যাতে এক রাখি। ওটাই চেষ্টা করে সাফল্য পেয়েছি।’ ঘরোয়া ক্রিকেটে টপ অর্ডারে ব্যাটিং করলেও নাজমুল একাদশের হয়ে লেট অর্ডারে ব্যাটিং করছেন ইরফান। মানিয়ে নিতে অবশ্য সমস্যা হচ্ছে না তার, ‘ম্যাচে প্রভাব ফেলার মতো কিছু করতে চাইছি, যাতে দল উপকৃত হয়। আমি সাধারণত টপ অর্ডারে ব্যাটিং করি। এখানে যখন সাতে সুযোগ পেয়েছি, আমার লক্ষ্য হচ্ছে, শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলের জন্য ফলদায়ক কিছু করা।’

পূর্ববর্তী নিবন্ধব্যাট হাতে নববধূ সানজিদা
পরবর্তী নিবন্ধতামিমদের জন্য অঘোষিত সেমিফাইনাল আজ