অতঃপর যদি তাকে তৃতীয় তালাক প্রদান করে, তবে তখন সেই স্ত্রী তার জন্য হালাল হবে না যতক্ষণ না অন্য স্বামীর নিকট থাকবে, অতঃপর অন্য স্বামী যদি তাকে তালাক দিয়ে দেয়।
আল-কুরআনের বঙ্গানুবাদ (২:২৩০) সূরা বাক্বারা।
যে ব্যক্তি কোন মুমীনের ক্ষতি করে, অথবা তাহার সহিত শঠতা করে, তবে সে ব্যক্তি অভিশাপগ্রস্ত হইবে।
আল-হাদিস (তিরমিজী)।
যে আইন জনগণকে সম্পূর্ণ নিরাপত্তা দান করবে সেটাই সর্বোচ্চ আইন।
– এরন বুর।