ভারত লাদাখ সীমান্তের দেমচক এলাকায় সোমবার এক চীনা সেনাকে আটক করেছে। বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের দায়ে তাকে আটক করা হয়েছে। আটক চীনা সেনার কাছে সামরিক ও বেসামরিক কয়েকটি নথি পাওয়া যায়। সোমবার ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, নির্দিষ্ট প্রক্রিয়া মেনে তাকে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)- এর হাতে তুলে দেওয়া হবে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, আটক পিএলএ সেনার নাম করপোরাল ওয়াং ইয়া লং। সোমবার লাদাখের পূর্বাঞ্চল দেমচকে প্রকৃত নিয়ন্ত্রণরেখার আশপাশে ঘোরাঘুরির সময় আটক করা হয় তাকে।