শ্যুটিংয়ে আবারো ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ২০ অক্টোবর, ২০২০ at ১০:৫৩ পূর্বাহ্ণ

ইন্দোনেশিয়া শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের আয়োজনে শেখ রাসেল আন্তর্জাতিক অনলাইন এয়ার রাইফেল চ্যাম্পিয়নশিপে গতকাল সোমবার দ্বিতীয় ব্রোঞ্জ পদক জিতলেন বাংলাদেশের আবদুল্লাহ হেল বাকি। আসরে অংশ নিয়ে ১০ মিটার এয়ার রাইফেলে বাকি স্কোর করেছেন ৫৯৫। তবে ইন্দোনেশিয়ার দুই শুটার যাথাক্রমে রুপা ও সোনা পদক জিতেছেন। সোনাজয়ী বোলো প্রিয়ান্তো করেছেন ৬০০ স্কোর। আর রুপাজয়ী ইউসুফ এসেমার স্কোর ৫৯৮। এই প্রতিযোগিতায় ইন্দোনেশিয়া, ভারত, বাংলাদেশ ও মালয়েশিয়ার ২১ শুটার অংশ নেন। এর আগে রোববার শেখ রাসেল আন্তর্জাতিক এয়ারগান চ্যাম্পিয়নশিপে বাকি ৬১৭.৩ স্কোর করে প্রথম ব্রোঞ্জ জেতেন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বের প্রবীণতম পেশাদার ফুটবলার মিশরের বাহাদের
পরবর্তী নিবন্ধএবার ব্যাট হাতে দ্যুতি ছড়ালেন চট্টগ্রামের আরেক তরুণ রাব্বি