বলিউড অভিনেতা রণবীর সিংকে নিয়ে নতুন আরেকটি সিনেমা নির্মাণ করছেন নির্মাতা রোহিত শেঠি। এটি মোটামুটি পুরনো খবর। তবে নতুন খবর হচ্ছে আগামী মাসে শুরু হচ্ছে ‘সার্কাস’ নামের সিনেমাটির শুটিং। রোহিত-রণবীর জুটির তৃতীয় সিনেমাটিতে আরও অভিনয় করছেন পূজা হেগেড়, জ্যাকুলিন ফার্নান্দেজ, বরুণ শর্মা, জনি লিভার ও সঞ্জয় মিশ্রাসহ অনেকে। খবর বাংলানিউজের।
মুম্বাই ও গোয়ায় সিনেমাটির শুটিং হবে। ২০২১ সালে এটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। নির্মাতা জানান, উইলিয়াম শেঙপিয়রের ক্লাসিক নাটক ‘দ্য কমেডি অব এরোরস’ থেকে অনুপ্রাণিত হয়ে ‘সার্কাস’-এর গল্প সাজিয়েছেন রোহিত। যেটা দর্শকদের জন্য খুব উপভোগ্য হবে। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, রোহিত তার ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজি ও পুলিশ কেন্দ্রিক সিনেমার গল্প থেকে বেরিয়ে ভিন্ন স্ক্রিপ্ট নিয়ে এবার কাজ করছেন। লকডাউন তাকে এটি নিয়ে কাজ করার সুযোগ করে দেয়। রোহিত শেঠি অক্ষয় কুমারকে নিয়ে নির্মাণ করেছেন ‘সূর্যবংশী’। এতে অজয় দেবগণ ও রণবীর সিংকেও দেখা যাবে। চলতি বছর ২৪ মার্চ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সিনেমাটির মুক্তি আটকে গেছে।