‘নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে’-এই স্লোগানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ডবলমুরিং থানা ৭০নং বিট পুলিশের উদ্যোগে সমাবেশ গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয়। উত্তর আগ্রাবাদ ২৪নং ওয়ার্ড দাইয়াপাড়ায় ৭০নং বিট পুলিশের সদস্য সচিব ও কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ রাশেদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ৭০নং বিট ইনচার্জ এসআই সুমিত বড়ুয়া। সভাপতিত্ব করেন ৭০নং বিট পুলিশের সভাপতি মো. নাছির। অতিথি ছিলেন দাইয়াপাড়া সমাজকল্যাণ সমিতির সর্দার মো. মোজাম্মেল, সর্দার জাফর আহমদ, সর্দার জাহাঙ্গীর আলম। সমাবেশে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।