চট্টগ্রামে ফকির লালন সাঁইজির স্মরণানুষ্ঠান

| মঙ্গলবার , ২০ অক্টোবর, ২০২০ at ১০:৪৩ পূর্বাহ্ণ

লালন পরিষদ চট্টগ্রাম বিভাগের উদ্যোগে মহাত্মা ফকির লালন সাঁইজির ১৩০তম তিরোধান দিবস উপলক্ষে গত ১৬ অক্টোবর সাঁইজির কালাম পরিবেশিত হয়। লালনব্রতী দীলিপ বড়ুয়ার পরিচালনায় কালাম পরিবেশন করেন সংগঠনের সভাপতি গিরিজা রাজবর, সাধারণ সম্পাদক লালন লূপর্ণা মূৎসূর্দ্দী লোপা, সহ সভাপতি মোঃ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সুকুমার দে, সাংস্কৃতিক সম্পাদক সৃজন পাল, তবলায় ছিলেন বাবুল হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠক আ.স.ম. মঈনুল ইসলাম, জনি বড়ুয়া, মোঃ শহিদুল ইসলাম, এম. এ. কাদের ও মো. সোহেল রানা । বক্তারা বলেন- মহাত্মা ফকির লালন সাঁইজির আধ্যাত্মিক গানের ভাবনায় অনুধাবন করে মানবতার জয়গান প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারী উপজেলা প্রশাসনের সাথে পূজা পরিষদের সমন্বয় সভা
পরবর্তী নিবন্ধহযরত মোজাদ্দেদ্‌ আল ফেসানী (রা:) ওরশ মাহফিল