আলা হযরত মুজাদ্দেদে দ্বিনে মিল্লাত ইমাম আহমদ রেজা খান ফাজেলে বেরলবী ও মুজাদ্দেদে আলফেসানী (রা.) ওফাত বার্ষিকী উপলক্ষে আহলে সুন্নত ওয়াল জামায়াত মহানগরের উদ্যেগে গত শনিবার মাওলানা নুর মোহাম্মদ আলকাদেরীর সভাপতিত্বে নগরীর মোমিন রোডস্থ কার্যালয়ে স্মারক আলোচনা অনুষ্ঠিত হয়। মোহাম্মাদ দস্তগীর আলমের সঞ্চালনায় আলোচনায় বক্তারা বলেন, আলা হয়রত ছিলেন সুন্নী আকিদার অন্যতম দিশারি। তিনি সুফীবাদের চচার্র মাধ্যমে মুসলমানদেরকে শান্তির পথে ইসলামের পথে দীক্ষিত করেছিলেন।
এতে উপস্থিত ছিলেন অধ্যক্ষ বদিউল আলম রেজবী, সৈয়দ আব্দুল মান্নান, অধ্যক্ষ আবুল কালাম আমিরী, অধ্যক্ষ জামেউল আকতার আশরাফী, গোলাম মোস্তাফা নুরূন্নবী, উপাধ্যক্ষ আব্দুল আজিজ আনোয়ারী, আবদুন্নবী আলকাদেরী, ইউনুচ তৈয়বী, জসিম উদ্দিন আলকাদেরী, আবুল কাশেম তাহেরী, হারুনুর রশিদ, সোহাইল আনসারী, শায়ের মোখতার আহমদ রেজবী, শায়ের এমদাদুল ইসলাম, শফিউল হক আশরাফী, সিরাজুল ইসলাম সিদ্দিকী, সাইদুল হক কাজেমী, জসিম উদ্দিন মাহমুদ, তারেকুল ইসলাম প্রমুখ।
আমান বাজারে আ’লা হযরত কনফারেন্স
আমান বাজারস্থ বায়তুল আমান জামে মসজিদে আ’লা হযরত ইমাম আহমদ রেজা (রহ.) এর ১০২তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আ’লা হযরত কনফারেন্স আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদের উদ্যোগে গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত হয়। কনফারেন্সে সভাপতিত্ব করেন আল্লামা মুফতি কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী।
উদ্বোধক ছিলেন মুহাম্মদ নুরুল আমিন। বিশেষ ছিলেন আল্লামা গাজী শফিউল আলম নেজামী, আল্লামা আব্দুল আজিজ আনোয়ারী প্রমুখ। সভাপতির বক্তব্যে আল্লামা মুফতি কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমী বলেন, হিজরী চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রেযা খান ফাযেলে ব্রেলভী (রহ.) সত্য উদঘাটন ও বাতিলের মুখোশ উন্মোচনে আজীবন সংগ্রাম করে যান। তাঁর ক্ষুরধার লিখনীর মাধ্যমে ১৪০০ শতেরও অধিক কিতাব লিখনীর মাধ্যমে ইসলামে বাতিল পন্থীদের মুখোশ উন্মোচন করেন তিনি। কনফারেন্স পরিচালনা করেন মাওলানা হাফেজ কাযী মুহাম্মদ খালেদুর রহমান হাশেমী। প্রেস বিজ্ঞপ্তি।