রেয়াজুদ্দিন বাজারের সামগ্রিক উন্নয়ন সুনিশ্চিত করা হবে

আড়তদার সমিতির সাথে মতবিনিময়কালে চসিক প্রশাসক

| সোমবার , ১৯ অক্টোবর, ২০২০ at ৫:২০ পূর্বাহ্ণ

চসিক প্রশাসক আলহাজ্ব খোরশেদ আলম সুজন বলেছেন, ঐতিহ্য রক্ষায় রেয়াজুদ্দিন বাজারের সামগ্রীক উন্নয়ন সুনিশ্চিত করা হবে। এজন্য তিনি কাঁচা বাজারের ব্যবসায়ী, আড়তদার এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, বিদ্যমান সমস্যা সমূহ আগামী ৩/৪দিনের মধ্যে সমাধান করা হবে। গত শনিবার রেয়াজউদ্দিন বাজার চৈতন্যগলি রেয়াজুদ্দিন রোড সরজমিন পরিদর্শন এবং আড়তদার-ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। রেয়াজউদ্দিন বাজার আড়তদার কল্যাণ সমিতির সহসভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ফারুক শিবলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা জামশেদুর রহমান, এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিমউল্লাহ বাচ্চু, আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সালাম মাসুম, সাবেক মহিলা কাউন্সিলর নিলু নাগ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেয়াজুদ্দিন বাজার আড়তদার কল্যান সমিতির সহসভাপতি মো. নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মো. ফারুক শিবলী, মো. আজগর হোসেন, মো. আব্বাস হোসেন, রুহুল কাদের, মো. সাইফুল আলম, মো. হারুনুর রশিদ লিটন, মো. আবু তৈয়ব কালু, জাফর আহম্মদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
এতে উপস্থিত ছিলেন নুর ছালাম, সারোয়ার জাহান সারু, মো. ইদ্রিস, ব্যবসায়ি আমির আহম্মদ, আফসার উদ্দিন, মো. নাছির উদ্দিন, মো. জসিম উদ্দিন, মো. মামুন এবং স্থানীয় খুচরা কাঁচামাল ব্যবসায়ী সমিতি ও লোডিং আন-লোডিং শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দসহ রেয়াজুদ্দিন বাজার, কাঁচাবাজারের সর্বস্তরের ব্যবসায়ীগণ। সভায় প্রধান অতিথি বলেন, রেয়াজুদ্দিন বাজার চট্টগ্রামের সুনাম বহন করছে। তাই চৈতন্যগলি রেয়াজুদ্দিন রোড সংস্কার, ময়লা আবর্জনা পরিস্কার এবং গণশৌচাগার নির্মাণসহ বিদ্যমান বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের জন্য তাৎক্ষণিকভাবে তিনি উপস্থিত চসিকের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। রেয়াজুদ্দিন বাজার আড়তদার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ চসিক প্রশাসককে সম্মাননা স্মারক এবং ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপৃথক ডায়ালাইসিস ইউনিট রক্ষা করেছে বহু জীবন
পরবর্তী নিবন্ধকাপ্তাইয়ে ১৬ দিনে ৮৬ লাখ টাকার চোরাই কাঠ উদ্ধার