পাকিস্তানের ব্যবহার প্রতিবেশী সুলভ নয় : ভারত

| সোমবার , ১৯ অক্টোবর, ২০২০ at ৫:০৯ পূর্বাহ্ণ

সমপ্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের জাতীয় নিরাপত্তা ও কৌশলগত নীতি পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা এক সাক্ষাৎকারে দাবি করেছেন, তাদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছে ভারত। এদিকে, ভারত বলছে, পাকিস্তান সন্ত্রাস এবং ভারতের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে ব্যস্ত। তাই পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিস্থিতি নেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্নের জবাবে বলেন, ‘আমরা পাকিস্তানের ঊর্ধ্বতন এক কর্মকর্তাকে দেখলাম ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলতে। সব সময়ের মতো এবারও পাকিস্তানের বর্তমান সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে ভারতকে শিরোনামে আনার চেষ্টা অব্যাহত রেখেছে।’ পাকিস্তানি কর্মকর্তা মোঈদ ডব্লিউ ইউসুফ বলেছিলেন, ‘তারা (ভারত) আলোচনায় বসতে ইচ্ছুক, এমন একটি বার্তা আমরা পেয়েছি।’

পূর্ববর্তী নিবন্ধআমেরিকায় ৭০ বছর পর কোন নারীর মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে
পরবর্তী নিবন্ধভিয়েতনামে সেনা ব্যারাকে ভূমিধস, নিখোঁজ ২২