আসন্ন ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ও নানপুর ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের সমর্থনে গতকাল শুক্রবার গণসংযোগ করেছেন ফটিকছড়ি উপজেলা যুবদল ও ফটিকছড়ি পৌরসভা যুবদল। সুয়াবিলে গণসংযোগকালে বিএনপি প্রার্থী মো. এয়াকুব ও নানুপুরে গণসংযোগকালে বিএনপি প্রার্থী জয়নাল আবেদীনের উপস্থিতিতে ফটিকছড়ি উপজেলা যুবদলের মো. হান্নান চৌধুরী, শামীম আলমগীর রুবেল, নাজিম উদ্দন, মামুন সরওয়ার, নুরুল আলম, মো. হান্নান এবং ফটিকছড়ি পৌরসভা যুবদলের পক্ষে আহমদ রশিদ চৌধুরী, এহসানুল করিম রাসেল, ডা. আবু সালেহ, মো. আবছার, মো. ইব্রাহীম, মো. ইমন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।