চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগ : আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সার, সাবেক মন্ত্রী এম এ মান্নান ও মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানুর স্মরণসভা গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল হক রম্জু। প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, নীতি ও আদর্শের রাজনীতি করায় আতাউর রহমান খান কায়সার, এম এ মান্নান ও কাজী ইনামুল হক দানু সাধারণ মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে রয়েছেন। তাদের রাজনৈতিক জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে।
সাধারণ সম্পাদক মোজাহেরুল ইসলাম চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক নোমান চৌধুরীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, মহানগর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হাসান, থানা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক, সাবেক কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, সাবেক মহিলা কাউন্সিলর আঞ্জুমানআরা বেগম, আবুল খায়ের বাচ্চু, চন্দনপুরা ইউনিট সভাপতি আবুল মাসুদ, কাপাসগোলা ইউনিট সাধারণ সম্পাদক হাজী সেলিম রহমান, চকবাজার ওয়ার্ড যুবলীগ সভাপতি একরাম হোসেন, সাধারণ সম্পাদক কাজল প্রিয় বড়ুয়া, মোস্তাক আহমদ টিপু প্রমুখ। সভায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. ইউনুস।
চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদ : চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের উদ্যোগে আতাউর রহমান খান কায়সারের মৃত্যুবার্ষিকী স্মরণে গত ১৫ অক্টোবর মির্জারপুলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি চট্টগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম। প্রধান অতিথি ছিলেন শেখ মুহাম্মদ ইসহাক। প্রধান বক্তা ছিলেন জাফর আহমেদ। মো. লিয়াকত আলী খানের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন শহিদুল আলম, জসিম উদ্দিন আহমদ চৌধুরী, কাজী আব্দুল হাই, এডভোকেট দীপক কান্তি দত্ত, শফিউল আলম, আব্দুল্লাহ আল জাবের সাঈদ, সুলভ বড়ুয়া, ইয়াসির আরাফাত রিকু, আব্দুল্লাহ আল নোমান, মোহাম্মদ সাইফ, মো. মহিউদ্দিন প্রমুখ।
মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্য চর্চা পরিষদ : আতাউর রহমান খান কায়সারের ১০ম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্য চর্চা পরিষদ। বুধবার লালদীঘির একটি হোটেলে অনুষ্ঠিত এ সভায় বক্তারা বলেন, বর্তমানে রাজনীতিকে ব্যবহার করে নিজের আখের গোছানোর প্রতিযোগিতা চলছে। আতাউর রহমান খান কায়সার এই রাজনীতির প্রতিপক্ষ ছিলেন। ক্ষমতার মোহ তাকে গ্রাস করতে পারেনি। আওয়ামী লীগের সাংগঠনিক শৃঙ্খলা ফেরাতে তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। এতে সভাপতিত্ব করেন পরিষদের চট্টগ্রাম সভাপতি এম নুরুল হুদা চৌধুরী। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ডা. শওকত ইমরান। প্রধান অতিথি ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ। প্রধান বক্তা ছিলেন বাঁশখালী আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহফুজুল হক চৌধুরী। আরো বক্তব্য দেন প্রকৌশলী মুজিবুল হায়দার চৌধুরী, ডা. এ কে এম ফজলুল হক সিদ্দিকী, মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি মো. কামাল উদ্দীন চৌধুরী, চন্দন দত্ত, বিজয় ধর, ডা. রতন চক্রবর্তী, বেলাল হোসেন, ডা. উজ্জ্বল কান্তি দাশ, কে এইচ এম তারেক, এসএম জোবাইদুল হোসেন, মো. আসিফ, জাফর আলম, সাজু দাশ, ডা. ইদ্রিস ফারুকী, সাইফুল ইসলাম প্রমুখ। সভায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাফর আলম। প্রেস বিজ্ঞপ্তি।